প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৫:১৫ পি.এম
 দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাইকারী নাটক: পুলিশের হাতে আটক 
  
    
    
    
মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক্মি কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা ও মোটরসাইকেল ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৪) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার স্থানিয় সাংবাদিকদের সামনে দৌলতপুর থানা পুলিশ কতৃক তুলে ধরা হয় ছিনতাই নাটকের আসল রহস্য।মূলত মানসিক ভাবে হতাশাগ্রস্থ থাকার কারণেই সাজানো হয়েছিল ছিনতাইয়ের নাটক। এবং সেই নাটকের মূলহোতা ছিলো এক্মি কোম্পানির সেই বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমান নিজেই। হাফিজুর রহমান নাটোর জেলার বনপাড়া উপজেলার বড়াইগ্রাম এলাকার লেদু প্রামানিকের ছেলে।হাফিজুর রহমানের বক্তব্যে তিনি বলেন, আমি মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে দিন পর করছিলাম। কোম্পানির কাছে বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিলাম সর্বোপরি আমি আর এই চাকরিটা করতে চেয়েছিলাম না তাই কোম্পানিকে টাকা না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়াার জন্যই আমি নিজেই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলাম গত (০২ নভেম্বর ২০২৪) তারিখ রাতে উপজেলার ছাতারপাড়া এলাকা। আমার বন্ধুর কাছে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি দিয়ে আসি পরে ছিনতাই হয়েছে বলে অসুস্থতার ভান করে দৌলতপুর হাসপাতালে ভর্তি হই।আসলে ওই রাত্রে আমার কাছ থেকে টাকা ও মোটরসাইকেল কোনটিই ছিনতাই হয়নি। আমি মানসিক শান্তি পাওয়ার লক্ষ্যে কোম্পানির চাকরি ছেড়ে দেয়ার জন্যই এমন কাজ করেছি।
 
 
 
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.