মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে মেধাবী শিশু শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা বৃত্তি পরিচালনা কমিটি। ২শত ১৭ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধা যাচাইয়ে অংশ নেয়া ৩শত ১৩ জন শিক্ষার্থীর মধ্যে থেকে বুধবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ মিলোনায়তনে ৩১ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ সভাপতি দৌলতপুর থানা আওয়ামী লীগ।
প্রয়াত সাংসদ আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব অবস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা আব্দুল জব্বার,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাইদা সিদ্দিকা দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কীর আহমেদ । মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনালী আক্তার আলেয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.