প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৫:৫৯ এ.এম
দৌলতপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি”সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজের অফিস কক্ষের তালা ভেঙে ভাঙচুর, লুটপাট ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার ছোট ভাই ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। গ্রেপ্তার আব্দুল মান্নান (৫৮) ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে। অপর আসামি ইউনুস আলী (৪০) আব্দুল মান্নানের ছোটভাই। আব্দুল মান্নান নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ মামলার পলাতক আসামি মেহেদী (৩৩) ফিলিপনগর গ্রামের একরেজ প্রামানিকের ছেলে। এর আগে, গত ১৪ মে সকাল ১০টার দিকে ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে অস্ত্রসহ মান্নান ও তার লোকজন প্রবেশ করেন। এ সময় কলেজের অফিসকক্ষের তালা ভেঙে ভাঙচুর, ল্যাপটপ ও টাকা লুটপাট করেন। আসামিরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে প্রাণনাশের হুমকি দেন।
পরে তারা আমার অফিস কক্ষের তালা ভেঙে আমার ব্যক্তিগত একটি ল্যাপটপ, টেবিলের ড্রয়ারে রক্ষিত নগদ ৪৭ হাজার ৫০০ টাকা, রেজুলেশন বহি, শিক্ষক/শিক্ষিকা হাজিরা বহি, গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে ভাঙচুর, নথিপত্র লুট এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হত্যার হুমকির অভিযোগে আব্দুল মান্নানসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.