মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকমান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আজমত হোসেন (৪২) নামে অপর এক কৃষক।
৩০ মে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মাথাভাঙ্গা নদীর ধারে এ দুর্ঘটনা ঘটে।নিহত লোকমান হোসেন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের জসি সরকারের ছেলে এবং আহত আজমত হোসেন একই গ্রামের সুবল পলইয়ের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক লোকমান হোসেন ও আজমত হোসেন মাথাভাঙ্গা নদীর পাড় এলাকায় তাদের গরুকে ঘাস খাওয়াচ্ছিল।এসময় লোকমান হোসেনের একটি গরু সেচকাজে ব্যবহৃত পার্শ্ববতী বৈদ্যুতিক মোটরপাম্প ঘরের কাছে গেলে বিদ্যুতেরছেড়া তারে গরুটি বিদ্যুৎপৃষ্ট হয় গরুকে বাঁচাতে গিয়ে লোকমান হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।লোকমান হোসেনকে উদ্ধার করতে গিয়ে আজমত হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে মৃত লোকমান হোসেনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে এবং আহত আজমত হোসেনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়।
উল্লেখ্য, পার্শ্ববতী ময়রামপুর গ্রামের নাহারুল ইসলামের বৈদ্যুতিক মোটরপাম্পের ছেড়া তারে এ দুর্ঘটনা ঘটে।