নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দিচ্ছেন। রপর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য ১৮ দিন সময় পাবেন প্রার্থীরা। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৮৯৬ জন, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ২৭টি।