মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ধর্ষণের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:

মাগুরায় সাত বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক-সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এক ঘণ্টা অবস্থান করার পর তারা অবরোধ তুলে নেন। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা।

এদিন শিক্ষার্থীরা,সারা বাংলায় খবর দে,ধর্ষকদের কবর দে,আমার বোন ধর্ষিত কেন,প্রশাসন জবাব দে’ ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে‘আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ,ধর্ষকদের ঠিকানা,এই বাংলায় হবে না,জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’তুমি কে আমি কে, আছিয়া ইত্যাদি স্লোগান দেন।

এ ছাড়া তাদের হাতে ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই,ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক,আমি মেয়ে আমি অবহেলিত না,আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে সাদিয়া মাহমুদ মীম নামে এক শিক্ষার্থী বলেন, মাগুরার একটি ছোট্ট শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আছিয়া আমাদের সবার ছোট বোন। সেই ছোট্ট আছিয়াকে তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে।

বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পাড় পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এ ছাড়া এসব ঘটনায় আমাদের সবার জায়গা থেকে জোড়ালো প্রতিবাদ করতে হবে।

সমন্বয়ক এস এম সুইট বলেন, ছোট্ট আছিয়াকে ধর্ষণের ঘটনায় আজ সারা বাংলাদেশ প্রতিবাদে জেগে উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে উঠেছে। আমরা এইসব নরপশুদের ফাঁসি কার্যকর চাই। আমাদের জুলাই আন্দোলনে নারীরা প্রথম সাঁড়িতে ছিল। যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে সবসময় নারীরা এগিয়ে থাকে।

কিন্তু আজ নারীরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় আছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। যদি ধর্ষকদের যথাযথ শাস্তি দেওয়া হতো তাহলে কোনো ধর্ষণ হতো না। বর্তমান সরকার ধর্ষণসহ অন্যান্য অন্যায় কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে। আমরা ধর্ষণের আইন ফাঁসি দেখতে চাই। এবং অতিদ্রুত সব ধর্ষণের যথাযথ বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin