ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠান আয়োজনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত শুক্রবার (৩১ মে) উন্মুক্ত বাজেট অনুষ্ঠানটির ব্যানারে অনুষ্ঠানস্থল ইউনিয়ন পরিষদ কার্যালয় থাকলেও চেয়ারম্যান বাজেটের আয়োজন করেছেন তার নিজ বাড়িতে। ফলে ইউনিয়ন পরিষদের এক বছরের আয় ও ব্যয়ের হিসাব জানেন না সাধারণ মানুষ। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে।বাজেটের বিষয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ করে জানান, চেয়ারম্যান সাহেব আমাদের না জানিয়ে তার বাড়িতে বাজেটের আয়োজন করেছেন। এতে আমরা কোনো সম্মতি দেইনি।
অপরদিকে আরেক ইউপি সদস্য নাসির খান জানান, চেয়ারম্যান তার নিজ ক্ষমতা বলে তার বাড়িতে বাজেটের আয়োজন করেছেন। ইউনিয়নের সাধারণ মানুষ ও আমাদের না জানিয়ে করা বাজেট আয়োজনে আমরা একমত হইনি।নিজ বাড়িতে বাজেট আয়োজনের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির কোন বক্তব্য দিতে রাজি হননি।
তবে ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম জানান, সঠিক নিয়মেই তারা বাজেট আয়োজন করেছেন।এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানান, উন্মুক্ত বাজেট অনুষ্ঠানটি ইউনিয়নের যে কোন স্থানে করা যেতে পারে। তবে অবশ্যই সবাইকে জানিয়ে স্থানের নাম উল্লেখ করতে হবে।