একেএম,রুহুল আমীন স্বপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে সারাদেশে ” নির্ভূল তথ্যে ভোটার হবো, দেশ গঠনে অংশ নিবো ” এই স্লোগানের মাধ্যমে ছবি,স্বাক্ষর,আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহণে নুতন ভোটার তালিকা ২০২৫ এর রেজিষ্ট্রেশন চলছে। আজ ঢাকা ক্যান্টনমেন্ট থানা নির্বাচন অফিসের অধীনে কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নতুন নতুন ভোটার তাদের রেজিঃ সম্পন্ন করছে।
কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারিবদ্ধভাবে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে স্ব-স্ব এলাকার তথ্য কর্মকর্তাদের সহায়তায় ও অত্র বিদ্যালয়ের দায়িত্বশীল প্রধান শিক্ষক সফিকুল ইসলাম খোকন ও শিক্ষক জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে নতুন ভোটারদের রেজিষ্ট্রেশন চলছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের খিলক্ষেত থানা এলাকার তথ্য সংগ্রহ কর্মকর্তা ,জান ই আলম সরকার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাজু আহমেদের সঙ্গে কথা বলে জানা যায় ,গত জানুয়ারী ২০২৫ এ ,যাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে যাদের তথ্য নির্ভূল পাওয়া গেছে,তাদের তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছিল।
সেই মোতাবেক আজ তাদের ছবি,স্বাক্ষর,আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে ও নতুন ভোটারের রেজিষ্ট্রেশন সম্পন্ন করছে। নতুন ভোটার তালিকায় প্রথম বার নাম রেজিস্ট্রার করতে আসা অলিয়া নাসরা রিদ্ধর কাছে জানতে চাইলাম তাঁর ভোটার হবার অনুভূতি কেমন—তিনি আমাদের প্রতিবেদককে সরাসরি বললেন, আমরা নতুন ভোটার তালিকা ২০২৫ এ ছবি তুললাম আই কন্টাক্ট দিলাম ,স্বাক্ষর দিলাম আমরা কিন্তু জেনারেশন জি। অতএব বুঝতেই পারছেন আমাদের আবেগ ২০২৪ এর ৩৬ জুলাই। রেজিষ্ট্রেশন চলছে ,বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলবে।