ফারহান ফরিদ:
ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ ৩০ সেপ্টেম্বর ২৪ খ্রি.( সোমবার) বেলা ১১টায় নতুন বাজার মসজিদ চত্বর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচির আওতায় গফরগাঁও সমমনা উলামা ঐক্যজোটের উদ্যোগে মহানবী সা. এর কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল সা. -এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে নবী প্রেমের নজরানা দিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে সাহস্রাধিক উলামা-তলাবা ও তাওহিদি জনতা।
মিছিলপূর্বক সমাবেশে গফরগাঁও সমমনা উলামা ঐক্যজোটের নেতারাসহ স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য পেশ করেন।
মিছিলটি নতুন বাজার মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয় চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন হাফেজ নূরুল ইসলাম।
উল্লেখ্য, গফরগাঁও উলামা সমিতির আহ্বানে গত ১৪ আগষ্ট ২৪ঈ. (বুধবার) সকাল ১০টায় গফরগাঁও শিবগঞ্জ রোডস্থ ২নং গলিতে অবস্থিত মাদরাসাতুল মাদিনায় গফরগাঁওয়ের রাজনৈতিক-অরাজনৈতিক সর্বদলীয় সংগঠনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে সর্বদলীয় ঐক্যের লক্ষ্যে গফরগাঁও সমমনা উলামা ঐক্য জোট গঠিত হয়।
সংগঠনগুলো হল, ১. গফরগাঁও উলামা সমিতি, ২. হেফাজতে ইসলাম বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা। ৩. ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, গফরগাঁও উপজেলা শাখা। ৪. ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা। ৫. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা। ৬. খুদ্দামুল মুসলিমীন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা। ৭.বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, গফরগাঁও উপজেলা শাখা।
জাতীয় ইস্যুতে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই জোট হয়েছে বলে জানা যায়।