মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি পালন করার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রবিবার বিকাল ৩ ঘটিকায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে সভাটি এক জনসমুদ্রে পরিনত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সি এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা আন্তর্জাতিক ফ্যাসন ডিজাইনার শিল্প উদ্যোক্তা লৌহ মানবী ওয়াহিদা হোসেন রূপা, পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবদুল হামিদ, পরিকল্পনা মন্ত্রীর সহকারী সচিব মোঃ আবু নাছের ভূঁইয়া মাশুক ।বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল আলম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার তামান্নাউপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিমুল্লাহ লিটন যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক মোঃ আবু নাঈম ভূঁইয়া ফারুক স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন তুহিন কৃষক লীগের আহ্বায়ক হুমায়ূন কবির চঞ্চল, ছাত্র লীগ নেতা মাহবুবুর রহমান জয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ প্রমূখ।
শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নং আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু। প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী নান্দাইল উপজেলাকে উন্নয়নের রোলমডেল আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কাঁদে কাদ মিলিয়ে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।