মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ জানুয়ারি মঙ্গলবার উপজেলা হলরুমে সকাল ১১টায় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে উপজেলা সার্বিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোঃ হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ তাবরীজ রায়হান, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী,নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান মাহমুদ কাদের,ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক আর জে মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জামান বাবুল,
সাংবাদিক সমিতির সভাপতি এবি ছিদ্দিক খসরু, সাংবাদিক হুমায়ূন কবির ভুঁইয়া, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ।
সাংবাদিকবৃন্দ বলেন অবৈধ বালু উত্তোলন, উচ্ছেদ অভিযান, শিক্ষা স্বাস্থ্য, কৃষি,মাদক জুয়া,সহ সকল বিষয় নির্বাহী অফিসার গুরুত্ব সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নান্দাইল উপজেলাকে একটি পরিচ্ছন্ন সুন্দর ও মডেল উপজেলা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.