মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।ব্যাবসায়ীরা সবকিছু হারিয়ে এখন নি:স্ব ।
বৃহস্পতিবার ১৪ মার্চ রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনের এ ভয়াবহ ঘটনা ঘটে।
নান্দাইল বাজারের ব্যবসায়ীরা জানান রাত সোয়া ২টার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টেসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আবদুল মতিন মীরের স্বর্ণ দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো বা কি পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয়।ক্ষতিগ্রস্থদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুল্লাহ লিটন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।