ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নূর আহমেদ নামে এক পুলিশের এএসআই প্রাণ হারিয়েছেন। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
১৩ জানুয়ারি শনিবার ১২টার দিকে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কের উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় তাঁর মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নূর আহমেদ প্রাণ হারান। মোটরসাইকেলটি নূর আহমেদ চালাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান মুঠোফোনে দুর্ঘটনায় এসআই নূর আহমেদের নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেশাগত কাজে তিনি (নিহত এএসআই) নান্দাইলের কানুরামপুর থেকে বীরবেতাগৈর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। নান্দাইল মডেল থানার ওসি আ. মজিদ জানান, পেশাগত কাজে কানারামপুর টু মধুপুর হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি হায়েস গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি নেত্রকোনার মদন থানার কালিহাতি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.