মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে একটু নিশ্চিন্ত সুন্দর ভবিষ্যতের আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতারকের খপ্পরে পড়ে অসংখ্য যুবক সৌদি পারি জমিয়ে মানবেতর জীবন যাপন করছে।এসব দালালদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে প্রতারকচক্র।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাজারুল ইসলাম রায়হান (২৫)সৌদি প্রবাসী। সে এলাকার বেকার যুবকদের সৌদি আরবে ভালো চাকরি মোটা অংকের বেতন ভাতার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে ।অনেক যুবককে সৌদি আরব নিয়ে কোন কাজ না দিয়ে তিন চার মাস যাবত বসিয়ে রেখে কাজ দেওয়ার কথা বলে তাদের পাসপোর্ট হাতিয়ে নিয়ে দেশে চলে আসে। এছাড়াও তার ওপর বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
যুবকদের সৌদি আরব নেওয়ার পর ভালো কোম্পানিতে কফালা ইকামা করে দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হান কিছুই করে দেয়নি। কারো কারো কাছ থেকে দ্বিতীয় বার ইকামার টাকা নেওয়া সত্বেও ইকামা করে দেয়নি
রায়হানের এমন কর্মকাণ্ডের কারণে শফিকুর রহমান নামে এক যুবক সৌদি আরবে মানবেতর যাপন করছে। এদিকে প্রতারণা করায় সৌদি প্রবাসী শফিকুর রহমানে বড় ভাই আশিকুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগি শফিকুর রহমান জানান অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হান আমার ভাইকে বিগত সাত-আট মাস আগে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে যায় । ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার পাশাপাশি ইকামাও কফালা করে দেওয়ার কথা থাকলেও সে আমার ভাইকে সৌদি আরব নেওয়ার পর থেকে নানা তালবাহানা করে দীর্ঘ ছয় মাস বসিয়ে রাখার পর এক জায়গায় কাজ দিবে বলে নিয়ে গিয়ে পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র হাতিয়ে নেয়।
পরবর্তীতে রায়হানের সাথে আলোচনা সাপেক্ষে অন্যত্র ভাল কোম্পানিতে চাকরির আশায় ইকামা করার জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা দিলে রায়হান পরবর্তীতে এই টাকা ফেরত দিয়ে দিবে বলে আমাদের জানায় কিন্তু ইকামার কার্যক্রম শুরু হওয়ার পর সে আমার ভাইয়ের পাসপোর্ট নিয়ে দেশে চলে আসে। এখন টাকা ও পাসপোর্ট চাইতে গেলে সে তালবাহানা করে ও বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
প্রতারণার অভিযোগের তদন্তকারী এস আই, নূরে আলম ঘটনা তদন্ত করতে গেলে অভিযুক্ত মাজারুল ইসলাম রায়হানের পিতা মোঃহানিস মিয়া বলেন রায়হান বাড়িতে থাকে না আর ওই ছেলের সাথে আমার কোন সম্পর্ক নেই।
থানায় অভিযোগ কারী শফিকুর রহমান জানান, আমার ভাই সহ অসংখ্য যুবকের সাথে প্রতারণা করেছে আমরা পুলিশ প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রতারকের কঠোর বিচারের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.