ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইলে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারি বুধবার ১২ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে র্যালী সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান , সাবেক পৌরসভার মেয়র আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল, সাবেক চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূঁইয়া,,উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাবেক ছাত্রনেতা আবু নাঈম ভূঁইয়া ফারুক, সাবেক যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা রাসমোহন সাহা, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বক্তব্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রেক্ষাপট তুলে ধরেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.