মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে মামুন বিন আব্দুল মান্নানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২৯ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর দক্ষিণ (সিপাইকান্দা) এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মামুন বিন আব্দুল মান্নান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ ইং তারিখ জাতীর সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন করে বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীদের উপস্থিতিতে
মামুন বিন আব্দুল মান্নান বলেন আমি বিগত ১৫ বৎসর ধরে অত্যাচার নির্যাতন সহ্য করে দলের জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিটি ঘরে ঘরে কাজ করে যাচ্ছি । আপনারা ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকলে দলীয় ভাবে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে রাস্তা,উন্নত চিকিৎসা সেবার জন্য আধুনিক হাসপাতাল, কর্মসংস্থানের জন্য শিল্প জোন প্রতিষ্টা, মাদক জুয়া চিরতরে বন্ধ সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ ইস্তেহারুল করীম (টিপু সুলতান) উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের
নেতা মোঃ সাজ্জাতুল ইসলাম খান বিদ্যুত , জিয়া সৈনিক দলের উত্তর জেলা শাখার সদস্য সচিব মোঃ হারিছ মিয়া ১ নং বীর বৈতাগৈর ইউনিয়নের যুবদল নেতা আব্দুল আহাদ মোঃ সাহাবুদ্দিন সহ ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।