ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হককে সরকারি অর্থ ফেরতের নির্দেশ দিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
তথ্য গোপন, ভুয়া কাগজপত্র সৃজন এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সহকারী অধ্যাপক পদোন্নতি ও অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করার কারণে অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ২৭ সেপ্টেম্বর মাদ্রাসা অধিদপ্তরের নোটিশ বোর্ডে একটি পত্র টানানো হয়েছে।
জানা যায়, বাকচান্দা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল মুনসুর তার পকেট কমিটির মাধ্যমে স্বজনপ্রীতির মাধ্যমে জ্যেষ্ঠতার বিধান লঙ্ঘন করে সরকারি নীতিমালা না মেনে স্হানীয় প্রভাব কাটিয়ে তার আপন ভাগিনা ৬নং ক্রমিকে থাকা আরবী প্রভাষক মোঃ মোজাম্মেল হক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পন করেন। পরে তথ্য গোপন, ভুয়া কাগজপত্র সৃজন করে আগস্ট/২০২২ তারিখে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে। এ নিয়ে তার বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে স্থানীয় লোকজন ও পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা অভিযোগ করলে অধিদপ্তর তদন্ত করে অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারী কোষাগারে ফেরত দিয়ে জবাব প্রদানের নির্দেশ দেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হকের মুঠো ফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।