মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে নিভিয়াঘাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলামকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ ঢাকায় শিক্ষাক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের’ পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতি সম্মাননা ২০২৪ ইং প্রদান করা হয়।জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ হোছেন রাব্বানী ও উপদেষ্টা মোঃ জয়নুল আবেদীনের স্বাক্ষরিত একটি সনদ ও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা স্মৃতি সন্মাননা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেল যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী,এমপি মাননীয় মন্ত্রী,গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়।
জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ জানান, নান্দাইল নিভিয়াঘাটা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলামকে স্বাধীনতা স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে।আমরা তার ও তাহার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।আপনার এ মহতী কর্মকান্ডে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে।
অধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম জানিয়েছেন,কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্ততৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। তাই সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই এবং জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের সকল কর্মকর্তাগনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.