মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর মুক্ত বাজারের প্রধান সড়কে ২০ জানুয়ারি সোমবার দুপুরে রসুলপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে মোঃ তোফাজ্জল হোসেন (৫০) বলেন আমার মেয়ে পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (১১) ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৬ ঘটি কার সময় টিনের বেড়া দেওয়া গোসল খানায় টিউবওয়েলে শাক ধুইতে গেলে রসুলপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ হাদিস মিয়া (৫০) পিছন দিক দিয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে মেয়ের চিৎকারে আমার স্ত্রী মোছাঃ সালেহা খাতুন ও বাড়ীর লোকজন এসে উদ্ধার করে। এব্যাপারে এলাকায় গ্রাম্য শালিস দরবারে বিচার না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ও আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে এসে আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে এবং আমার পরিবারের সবাই কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মৃত আশক আলীর পুত্র নুরুল ইসলাম ৬৯ মৃত তুরাব আলী মুন্সীর পুত্র
মোঃ আনারুল ইসলাম ৪৫, মৃত আঃ মতিনের পুত্র মাজারুল হক কামাল বলেন অভিযূক্ত আসামি হাদীস মিয়া গুন্ডা ও দাঙ্গাবাজ লোক।গত ৬ জানুয়ারি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির অপরাধে হাদিস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমরা এলাকাবাসী এই পাষণ্ড অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে অভিযুক্ত হাদিস মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ও তাঁকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানা পুলিশ জানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তাধীন রয়েছে এবং আসামি গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.