মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ)
৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর পুলিশের উপর হামলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির কারণে টানা কর্ম বিরতির পর নান্দাইল মডেল পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ১৩ আগষ্ট মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মাসুম আহমদ ভূঞার নির্দেশনায় সকল প্রকার ডিউটি জনসাধারণের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান সততা ন্যায় নিষ্ঠার সাথে সেবা নিতে আসা সর্বসাধারণের সাথে দ্বায়িত্বশীলতার সহিত কাজ করে যাওয়ার কথা বলেন যেকোনো নাগরিক যাতে মিথ্যা মামলা ও হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে এবং সকলের সহযোগিতা কামনা করেন।এসময় থানার কর্মকর্তা পুলিশ সদস্যবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করায় ছাত্রদের পক্ষ থেকে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদসহ পুলিশকে কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.