প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৩:১৩ এ.এম
নিখোঁজের দুই মাস পর ফরিদপুরে ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের দুই মাস পর নির্মাণাধীন ভবনের মাটির নিচ থেকে বিপ্লব মাতুব্বর নামের এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) বিকেলে নগরকান্দা থানা পুলিশ ও সিআইডির একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বরের নির্মানাধীন ভবনের পাশে পুতে রাখা কংকালটি উদ্ধার করে।
উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার ডাংগী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের শামচু মাতুব্বরের ছেলে বিপ্লব মাতুব্বরের বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, ইজিবাইক চালক হত্যাকান্ডে জড়িতদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.