আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়া ও প্রতারণামূলক ভাবে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর নেওয়ায় তেলিগাতী বৈদ্যনাথ হরে কৃষ্ণ একাডেমির সভাপতি আসাদুজ্জামান তালুকদার ও প্রধান শিক্ষক ইকবাল নুর লাভলুর অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে তেলিগাতী বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জজ, দোওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়সার ইমরান বাবুল, ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব,দেলোয়ার হোসেন সহ প্রমুখ। মানবন্ধনের বক্তারা অভিযোগ করেন সহকারি প্রধান শিক্ষক সহ ছয়টি পদের জন্য প্রায় কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছেন তারা। অবিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বক্তারা।