প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৪, ৮:৪০ পি.এম
নিরস্ত্র এস আই রুবেল এর সামনে হুমকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন

১৫ ই মার্চ ২০২৪ইং পূর্ব শত্রুতার জের ধরে এসআই রুবেলের সামনে হুমকি দিয়ে রাত্রেই অংক বাস্তবায়ন করল শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে।
স্টাফ রিপোটারঃ ময়মনসিংহ জেলার হালুঘাট উপজেলা ৫নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের ফজিলাতুন্নেছা কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকের সাথে আলমগীর হোসেন,তাওহীদ হাসান গংদের প্রতি হিংসা মূলক আচরণের শিকার হয় মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার।
বিভিন্ন দিক নিয়ে আলোচনা সমালোচনার এক পর্যায়ে তর্কের মুখোমুখি হয়। ১৫/০৫/২৪ ইং হালুয়া ঘাট থানার নিরস্ত্র এস আই রুবেল কে সাথে নিয়ে হুমকি দিতে আসে শিক্ষা প্রতিষ্ঠানে । আব্দুল গাফফার কে না পেয়ে এসআই রুবেল মহিলা মাদ্রাসার মূল গেইটে জোরে জোরে লাথি এবং অকথ্য ভাষা গালাগালি করে ধরে নিয়ে যাবে মর্মে বিভিন্নভাবে হুমকি দিয়ে কয়েকজন মহিলা শিক্ষিকাদের কে অকথ্য ভাষায় গালা গালী করে এবং বিস্রি ভাষা ব্যবহার করে।
যাওয়ার সময় তার সাথে থাকা প্রতিপক্ষ হুমকি দিয়ে যায় যে রাত্রেই বাড়ি ঘরে আগুন দিয়ে সব ছারখার করে দিবো ঠিক ওই দিন রাত্রেই আনুমানিক দুইটার দিকে আগুনের লেলিহান যখন আকাশচুম্বী হয়ে যায় তখন এলাকার মানুষের ডাক চিৎকারে ছোটাছুটি করে আগুন নিভাতে এসে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে কল করে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস আলুয়াঘাট থেকে এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং প্রতিবেদন দিবে বলে যান।
আগুন নিভানোর পর দিন বেলা দুইটার দিকে নিরস্র রুবেল এস আই পার্শ্ববর্তী বাড়িতে মাদ্রাসার মুহতামিম দুপুরে খানা খাওয়ার সময় এসআই রুবেল থানায় ডাকছে ওসি এই বলে তাকে নিয়ে যায় তারপর রাত্রে মামলা এফআইআর করে পর দিন কোঠে চালান দেয়া হয়।
উল্লেখ্য যে যেদিন প্রতি হিংসা পরায়ণ হয়ে প্রধান শিক্ষকে দোষি করতে উপজেলা নির্বাহী অফিসার (হালুয়াঘাট ময়ময়নসিংহ) র কাছে একটি অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের প্রেক্ষিতে হালুয়াঘাট থানায় কর্মরত নিরস্র এস আই রুবেল সে, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার মুহতামিম এর বাড়িতে গিয়ে রাত্রে তাদের সাথে হালুয়াঘাট থানায় এসে দেখা করতে বলে ।আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদ্রাসার কজন কর্তৃপক্ষ সন্ধ্যায় হালুয়াঘাট থানায় এসে এসআই রুবেলের সাথে সাক্ষাৎ করলে ,রুবেল সাংবাদিক পরিচয় দিয়ে সাইফুল নামে এক লোকের সাথে কথা বলতে বলে। নিরুপায় হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এসআই এর কথা মতে সাংবাদিক সাইফুলের সাথে কথা বললে সাইফুল জানায় (আমাকে) ১৫ হাজার টাকা দিতে হবে আর এস আই রুবেল এবং থানা ওসি সহ তাদেরকে এক লক্ষ টাকা দিতে হবে না দিতে পারলে মামলা দিয়ে আসামিকে গ্রেফতার করে জেলের ভাত খাওয়ানো হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ ইজ্জতের ভয়ে ওই সময় হালুয়াঘাট বাজারের ব্যবসায়ী হুমায়ুন এর কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে কতিথ নামধারী সাংবাদিক সাইফুলকে দিয়ে বলেন আমরা অন্যায় করি নাই এত এব টাকা পয়সা দিতে পারবো না ।এই না বলার কারণেই রুবেল ক্ষিপ্ত হয়ে ওসির পরামর্শ নিয়ে বিনা ওয়ারেন্টে মামলা এফআইআর করার পূর্বেই মাদ্রাসার মুহতামিম কে থানায় নিয়ে আটকে রাখে।
আরেকটি দুঃখজনক ঘটনা নিরস্র এস আই রুবেল হিংসাত্মক মনোভাব নিয়ে সে বসে থেকেই মামলা লেখান রাইটারের মাধ্যমে এবং রাত্রে প্রায় ৯ টার সময় হালুয়াঘাট থানা ভবনের দ্বিতীয় তলা ইন্ডিয়ান অবৈধ আটককৃত চিনির বস্তার পাশে কয়েকজনকে নিয়ে টাকার বিষয়ে আলোচনা করেন । আলোচনা ফলপ্রসু না হওয়ায় মুহতামিমকে আসামি করে মামলা রুজু করে । দু তলাতেই মুহতামিমের এক ভগ্নি জামাই এর কাছ থেকে নগদ চার হাজার টাকা নেন এবং সকালে ৬০০০ টাকা দিলে কোটে সম্মান মত চালান দেওয়া হবে,নতুবা বেইজ্জতি করা হবে কঠিন থেকে কঠিন মামলা দেওয়া হবে ইত্যাদি । এবং এও বলে আমি রুবেল যে রাস্তা দিয়ে যাই এই রাস্তার বাঘ ও আমাকে ভয় পায়। জন স্রোতের দাবি নিরস্র এস আই রুবেল সব সময় এলাকায় ধাপিয়ে বেড়ায় এবং এলাকার দু একজন দুশ্চরিত্রদের সাথে নিয়ে সে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা অর্থ আদায় করে থাকে। জনশ্রুতের দাবি ঝগড়া ,‘রাগারাগি হতেই পারে তাই বলে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়ার যে সাহসিকতা দেখিয়েছে রুবেলের সামনে আমরা ধরে নিতে পারি যারা হুমকি দিয়ে গেল তারাই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটাতে পারে।
আমরা এর সুষ্ঠ বিচার চাই এবং নিরস্র অসহনীয় ভাষার অধিকারী বখাটে রুবেল এর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা কেহ আইনের ঊর্ধ্বে নয় আইন কে শ্রদ্ধা করি । তাই বলে রুবেল আইনের পোশাক পরে কার শক্তি বা হুকুম ওসির আদেশ পেয়ে এরকম নেক্কারজনক ব্যবহার করতে পারে না। যারা শিক্ষা প্রতিষ্ঠান ধংষ করছে তাদের বিচার করা হউক।(বিস্তারতি আসছে)
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.