প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৪:২৯ পি.এম
নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারোর নেই’হানিফ

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক
নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারোর নেই’, নির্বাচনী প্রচারণাকালে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে প্রচারণাকালে এমন মন্তব্য করেন তিনি।২৪ ডিসেম্বর, রবিবার দুপুরে কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাসার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
নির্বাচনী প্রচারণার সময় হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এইসব মোকাবিলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.