নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে নজরদারির জন্য ২৫ হাজার বডি-ওর্ন ক্যামেরা এবং ৪১৮টি ড্রোন থাকবে।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করবেন, যা সঠিক সময়ে মনিটরিং এবং জবাবদিহিতা বৃদ্ধি করবে। এছাড়াও ৪২, ৭৬১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য অভূতপূর্ব প্রযুক্তিগত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের সময় আকাশপথে নজরদারির জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মোট ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে।
৪১৮টি ড্রোনের মধ্যে সেনাবাহিনী ২০০টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০০টি, বাংলাদেশ পুলিশ ৫০টি, কোস্টগার্ড ২০টি এবং নৌবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ১৬টি করে ব্যবহার করবে।তিনি আরও বলেন, "বডি ক্যামেরা, ড্রোন এবং একটি কেন্দ্রীভূত নিরাপত্তা অ্যাপের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার আমাদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।" উপদেষ্টা বলেন, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) দ্বারা তৈরি নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অ্যাপটি আইন প্রয়োগকারী সংস্থা, রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংযুক্ত থাকবে, যার ফলে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে-কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন তৈরি এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সকল আইন প্রয়োগকারী সংস্থার জন্য নির্বাচন-সম্পর্কিত প্রশিক্ষণ ২০ জানুয়ারি, ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে, যা প্রথমবারের মতো এই ধরনের সমন্বিত নির্বাচনী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা আরও জোরদার করার জন্য, বিভিন্ন বাহিনী ডগ স্কোয়াড মোতায়েন করবে, অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট, নির্বাচনী উপকরণ এবং কর্মকর্তাদের দূরবর্তী ভোটকেন্দ্রে পরিবহন করবে। কর্তৃপক্ষ বিশ্বাস করে যে এই সম্মিলিত পদক্ষেপগুলো সারা দেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.