স্টাফ রিপোর্টার জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোনায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।
ফোরামের সাধারন সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকন এর সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.