আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
যৌন নিপীড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই,এ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যা প্ররোচনাকারী সহপাঠী ও প্রক্টরের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে নেত্রকোনা মহিলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক তাহেজা বেগমের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদিকা ফাহমিনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ঊষারাণী, আন্দোলন সম্পাদিকা শামসুন্নাহার বিউটি, শিক্ষক বাধান খান ববিসহ অনেকেই।
এ সময় বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দিন ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.