আব্দুর রহমান, নেত্রকোনাঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় আওয়ামী লীগের শান্তি-উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটনের নেতৃত্বে বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি-উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।