স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান এবং অফিস সহকারী আব্দুল কাইয়ুমের ঘুষ দুর্নীতির
অভিযোগ এনে তাদের বদলি সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ২৮ আগস্ট বুধবার দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে নেত্রকোনা জেলার পরিবার পরিকল্পনার কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা উপ-পরিচালক ও অফিস সহকারীর বিভিন্ন সময়ের ঘুষ দুর্নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনার
মাঠ কর্মচারী সমিতির সভাপতি শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন
পরিবার পরিকল্পনা পরিদর্শক, সাখাওয়াত হোসেন খান, এনামুল হক শিশির,হায়দার, সাজেদ উল্লাহ রনি, সুমন, তমাল,আবির হাসান, এছাড়াও ভুক্তভোগীদের পক্ষে কথা বলেন, মাহফুজা খানম, আম্বিয়া আক্তার, ফ্লোরা খান,নাসিমা ফেরদৌসী, পরিবার কল্যাণ সহকারি, আশরাফ উদ্দিন, শফিক আলম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ পরিবার পরিকল্পনার সকল উপজেলার কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.