স্টাফ রিপোর্টারঃ
জলবায়ূ সুরক্ষাও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়ণযোগ্য শক্তির সম্প্রসারণও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে শুক্রবার দুপুরে ‘নির্ভয় ফাউন্ডেশনথ নামের একটি সংগঠনের উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে নবায়ণযোগ্য জ্বালালিতে বিনিয়োগ বৃদ্ধি করা, ক্ষতিকারক কৃষি চচার্য় বিনিয়োগ বন্ধ এবং জলবায়ূ সহনশীল টেকসই কৃষি চচার্য় বিনিয়োগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নির্ভয় ফাউন্ডেশনের এইচ আর কো-অর্ডিনেটর আজমিরি ইসলাম, প্রেগ্রাম কো-অর্ডিনেটর নাজমুস সাকিব এবং পরিচালক ফাহমিদা আক্কার ইতু।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.