আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগ ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে নেত্রকোনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ই্ফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে । আজ (০২ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টায় ছোট বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে ই্ফতার সামগ্রী বিতরণ করেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহম্মদ খান ।
এর আগে দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া ও বক্তব্য রাখেন । বক্তবে তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ ও নেত্রকোনা জেলা ছাত্রলীগ দেশে যে কোন দূর্যোগ মোকাবেলায় মানুষের পাশে আছে এবং সব সময় থাকবে ।
আর এই রমজান মাসে আমাদের এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় সাথে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা ছাত্রলীগের নেতা ও কর্মীরা ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.