নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন, কোমলমতি শিশু কিশোরদের
সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি
খেলাধুলাও অপরিহার্য, লেখাপড়া শিখে যেমন মানুষ আলোকিত হয় তেমনি খেলাধুলার মাধ্যমেও নিজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব।
তিনি আজ শুক্রবার মুক্তার পাড়ার মাঠে
দি হলি চাইল্ড কিন্ডারগার্ডেন নেত্রকোনার
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,
কিন্ডারগার্টেন এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমা রায়ের
সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক সহ ছাত্র শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।