আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
হতদরিদ্র গ্রামীন নারী ও পুরুষদের জীবনমান বদলে দিতে গ্লোবাল ওয়ান বাংলাদেশ কান্টি অফিসের সহযোগিতায় নেত্রকোনা গ্রামীন উন্নয়ন সংন্থার আয়োজনে নগত অর্থ, ছাগল ও সেলাই মিশিন বিতরণ করেন গ্রামীন উন্নয়ন সংন্থা ।
আজ (২৮ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে পৌরশহরের বলাইনগুয়া উদয়ন সমিতির কার্যালয়ের প্রাঙ্গনে এসব বিতরণ করেন,
গ্রামউন্নয়ন সংস্থা নেত্রকোনা সদর নির্বাহী পরিচালক সাহেদুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, উদয়ন সমিতির নির্বাহী পরিচালক আবুল হাসেম, নেত্রকোনা প্রাণিসম্পদ উপ সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম, উদয়ন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর সুনয় মজুমদার সহ আরো অনেকেই।
এসময় বক্তরা বলেন, আজকে ১৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টি ছাগল, চারটি পরিবারকে চারটি সেলাই মেশিন এবং দুটি পরিবারকে সাত হাজার টাকা করে ১৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। বক্তার আরো বলেন গ্রামীন নারীরা ছাগল পালন করে কিভাবে সংসারে আয় করে চলবে এবং দারিদ্রতা থেকে কিভাবে মুক্তি পাবে এবং আরো বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।