নেত্রকোনা প্রতিনিধিঃ মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১শত পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডান্টলসহ মোঃ জসিম মিয়া (২১) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জসিম মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বারমারী (লক্ষীপুর) গ্রামের মোঃ আব্দুল সালামের পুত্র। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব আজ (১৯ মার্চ) মঙ্গলবার বিকালে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ সকালে দুর্গাপুর উপজেলার বারমারী (লক্ষীপুর) গ্রামে মোঃ আব্দুল সালামের পুত্র মোঃ জসিম মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১শত পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডান্টল উদ্ধার এবং মাদক ব্যবসায় জড়িত থাকায় জসিম মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আটককৃত জসিম মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।