আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা বন্যাদুর্গত এলাকার বানবাসি মানুষের মাঝে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করছে নেত্রকোনা জেলা যুবদলের নেতাকর্মীরা। আজ (০৯ অক্টোবর) বুধবার সকাল থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে পাঁচশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ প্রসঙ্গে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক নরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে নেত্রকোনায় বন্যায় দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ৫০০ শত পরিবারের মধ্য শুকনো খাবার, ওরস্যালাইন ও সুপীয় পানি বিতরণ করেছি, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বানও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কবির আহমেদ,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তুষার মজুমদার, শ্রম বিষয়ক সহ সম্পাদক আরিফুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ, আরাফাত, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক মাহবুবুল হক লিটন,আইন সম্পাদক সাদেক খান, যুবদল নেতা জেড এইচ বাবু, মাসুম চৌধুরী, মাহফুজ, দেলোয়ার, হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.