আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
তীব্র দাবদাহে আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছে নেত্রকোনার মসুল্লিরা। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা মোক্তার পাড়ার মাঠে সম্মিলিত উলামা মাশায়েক পরিষদের অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি তাহের কাসেমি সালাতুল ইস্তিসকাথর নামাজের ইমামতি করেন।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমে দ্বীন, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে রহমতের বৃষ্টির জন্য বিশেষ প্রার্থণা করেন।
দুই রাকাত নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য জেলার বিজ্ঞ আলেমে দ্বীনগণ। নামাজে অংশ নেয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।
প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন বলেই তারা এই নামাজ আদায় করেছেন।
নামাজ ও দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনার মুফতি তাহের কাসেমী, মাওলানা নুরুল্লাহ্ ভুইয়া, মাওলানা গাজী আবদুর রহীম, মাওলানা আহমাদ বীন আব্দুল খালেক, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা আসাদুর রহমান আকন্দ, মাওলানা রাকিবুল বারী, মুফতি মোজাম্মেল হোসেন খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.