আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাতদিনব্যাপী বৈশাখী মেলা সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হচ্ছে।
দিবসটি বরণ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গনে আয়োজিত বৈশাখী মেলায় এসে শেষ হয়।
পরে জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন,পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.