আব্দুর রহমান নেত্রকোনাঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারি সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে তারই অংশ হিসেবে ১৭ ই ডিসেম্বর
মঙ্গলবার সকাল ১০ টায় আশা আটপাড়া উপজেলার তেলিগাতি আশা’র শাখা কার্যলয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন,আর এম আবু বকর সিদ্দিক, এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ারুল হক, এবি এম এনামূল হক হেলথ সেন্টার ইনচার্জ স্বাস্থ্য সহকারী হাফসা আক্তার সহ আরো অনেকে।
দিনব্যাপী আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো এবং রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপিসহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।