আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আলোচনা সভা র্যালী সহ নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় মহান জাতীয় মে দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহেরর মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় র্যালিতে জেলা শহরের বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা অংশ গ্রহন করেন। সম্মেলিত এ র্যালীতে নেতৃত্বদেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। পরে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ শামছুর রহমান লিটন, জেলা মোটরযান ইউনিয়নের সেক্রেটারি সাইফুল ইসলাম, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতা বিল্লাল শেখ বিল্লাল,বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল গফুর, দোকান কর্মচারী ইউনিয়নের নেতা আব্দুল হালিম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী উসমানসহ অনেকেই। জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.