আব্দুর রহমান, নেত্রকোনাঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বটতলী বানিহারী ইউনিয়নের ঝিমটি বাজারে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা আশা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্রাঞ্চ অফিসের আয়োজনে আজ (১৪ আগস্ট) সোমবার বেলা ১১ টায় দিনব্যাপী কয়েক শতাধিক নারী পুরুষকে শারীরিক অসুস্থতা জনিত বিভিন্ন চিকিৎসা প্রদানসহ ডায়াবেটি পরীক্ষা করা হয়। এ সময় চিকিৎসা প্রদান করেন আশার নিয়মিত চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান।
এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানী সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির।
ঝিমটি বাজার সমিতির সভাপতি মোঃ দুলাল মিয়ার পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য লাকি আক্তার, ইউপি সদস্য জুয়েল মিয়া, আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান খানসহ আরও অনেকেই।