আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
“সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন, শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অটিজম সচেতনতা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় অটিজম শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরণ করেন।