আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কালেক্টরেট স্কুলে নবীন বরণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিশেষ শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাশিয়া রহমানকে। তিনি বিশ্ব উদ্ভাবনী প্রতিযোগিতা ২০২৫-এ স্বর্ণপদক অর্জন করে বিদ্যালয় ও জেলার সুনাম অর্জন করেন।