নেত্রকোনা প্রতিনিধিঃ সামাজিক পরিবেশ রক্ষায় বাল্য বিবাহ প্রতিরোধও শিশু সুরক্ষায় প্রতিটি পরিবারের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভা গত মঙ্গলবার নেত্রকোনার প্রত্যন্ত গ্রাম উত্তর সাতপাই এলাকায় বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধূরী। আলোচনা করেন জনউদ্যোগ সদস্য মৃণাল কান্তি চক্রবর্তী, আলপনা বেগম, শিল্পী ভট্টাচার্য, কলসুমা আক্তার, শ্যামলেন্দু পাল এবং নারী নেত্রী কল্পনা ঘোষ।