আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নেত্রকোনা শহরের বড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম।