আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
আর্যগৃহে অনুষ্ঠিত হলো কবি সম্মাননা অনুষ্ঠান এবং বিজয় একাত্তর পত্রিকার মোড়ক উন্মোচন। এই অনুষ্ঠানে নেত্রকোনার খ্যাতনামা কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নেত্রকোনা আবৃত্তি নিকেতন ও বিজয় একাত্তরের পক্ষ থেকে শিল্প-- সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে প্রফেসর ননী গোপাল সরকারের আর্য গৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
বিজয় একাত্তর পত্রিকার মোড়ক উন্মোচন পর্বটি ছিল একটি গুরুত্বপূর্ণ পর্ব, যেখানে পত্রিকাটির নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের ইতিহাস, সাহিত্যে স্বাধীনতার প্রতিফলন, এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকে।
অনুষ্ঠানটি আলোচনা সভা এবং কবিতা পাঠের পরিবেশনার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রফেসর শীতাংশু কুমার ভদ্র, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা এখলাস আহমেদ কোরেয়েশী, কবি ও সম্পাদক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, সাংবাদিক ও শিক্ষক শামীম আহমেদ তালুকদার, প্রভাষক কনক পন্ডিত, কবি তৌফিকা আজিজ, কবি ও শিক্ষক সাইফুন্নার, কবি তানভিয়া আজিম, বাচিক শিল্পী পহেলী দে সহ আরো অনেকেই।
এছাড়া, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এই ধরনের সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসাহিত করার জন্য প্রশংসা করেছেন এবং আগামীতে আরও অনুষ্ঠান আয়োজনের আশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.