আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের টিচিং, লার্নিং মেথডের উপর তিন দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান, জেলা প্রেসক্লাব সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।অনুষ্ঠান শেষে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।