আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ কিশোরীদের আত্মরক্ষা এবং আত্মবিশ্বাস গঠনে উশু প্রশিক্ষণের গুরুত্ব অত্যন্ত প্রশংসনীয়। উশু, যা একটি ঐতিহ্যবাহী চীনা মার্শালা আর্ট, কিশোরীদের শারীরিক শক্তি এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করে। এটি কেবল আত্মরক্ষার জন্য কার্যকর নয়, বরং আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিও উন্নত করে। উশু প্রশিক্ষণ কিশোরীদের শিখায় কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। যখন তারা শিখে যে তারা নিজের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারে, তখন তাদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। এই লক্ষ্যেই নেত্রকোনায় কিশোরীদের জন্য আয়োজিত আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বিষয়ক পক্ষকালব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা লেডিস ক্লাব মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা আইইডি (IED) এর ব্যবস্থাপনায় এবং জনউদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নেত্রকোনা জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্যানেল কোচ নাদিম আহমেদ। অনুষ্ঠানে কিশোরীরা প্রশিক্ষণের সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করেন, যা তাদের আত্মবিশ্বাস এবং আত্মরক্ষার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন আয়োজকরা ।