আব্দুর রহমান নেত্রকোনাঃ হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগী পালন প্যাকেজে খামারীদের মাঝে বিনামূল্যে মুরগী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর নেত্রকোনার উদ্যোগে অফিস প্রাঙ্গণে আ (০৮ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে বিভিন্ন এলাকার তিনশত ৫০ জন খামারীর মাঝে ১৫টি করে সোনালী মুরগ মুরগী এবং ভিটামিন ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুরগী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন,ভেটিরেনারি সার্জন ডাঃ নুসরাত জাহান মুনাসহ প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতাৃ ডাঃ লায়লা ইয়াসমিন জানান,নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন এলাকার তিনশত পরিবারের মাঝে মুরগী পালনে জীবনমান উন্নয়ন, আয় খাদ্য পুষ্ঠিবৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে ৫ হাজার দুইশত ৫০টি সোনালী জাতের মুরগী বিতরণ করা হয় হয়।