আব্দুর রহমান নেত্রকোনাঃ
নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কর্মী সম্মেলন ও এসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ জানুয়ারি) শুক্রবার বিকেলে শহরের রাহে নাজাত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। খেলাফত যুব আন্দোলন নেত্রকোনার সভাপতি মাওঃ গাজী আব্দুর রহীমের পরিচালনায় কর্মী সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওঃ হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্না মুন্সি, মাওলানা সানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম সুনামগঞ্জী, নেত্রকোনা মার্কাস মসজিদের ইমাম ও খতিব আব্দুশ শাকুর,নেত্রকোনা খেলাফত আন্দোলনের আমির মাওঃ মোস্তফা জিহাদী,রাহে জান্নাত মাদরাসা পরিচালক হাফেজ মৌলবি আনোয়ার শাহ্ সহ স্থানীয় উলামায়ে কেরাম।
বক্তারা বন্ধি সকল আলেমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ সময় আলেম উলামাসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.