স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলাকে ঘিরে সাম্প্রতিক আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আজ (৪ জানুয়ারি) শনিবার বাদ আসর জেলা শহরের বড়বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সাম্প্রতিক নেত্রকোনা জেলাকে ঘিরে আওয়ামী লীগের একের পর এক ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে ফের বড় বড়বাজার জামে মসজিদের সামনে এসে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, যুবনেতা
মাওলানা আবদুর জামি, মুফতি মুসা, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা, মুহাম্মাদ বীন ইয়ামিন, মাওলানা শেখ ইউসুফ ও শ্রমিক নেতা আনোয়ার হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.